প্রভাষক আব্দুল মালিকের মৃত্যুতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের শোক

লন্ডন অফিস: বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তণ প্রভাষক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী কারিকোনা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মালিক আর নেই। তিনি আজ শনিবার যুক্তরাজ্যে বাংলাদেশ সময় ১টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য-আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তণ প্রভাষক, যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল মালিকের যানাজা যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়ার পরে এখানেই দাফন সম্পন্ন হবে।

এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মালিকের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারপার্সন মাফিজ খান ও সাধারণ সম্পাদক গুলজার খান। ট্রাস্টের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সবাইকে ধৈর্য ধরার আহবান জানান। নেতৃবৃন্দ মরহুম আব্দুল মালিকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মালিকের অকাল বিদায় বিশ্বনাথের জন্যে অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানান ও মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোআ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *