লন্ডন অফিস: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির প্রথম সভা ১১ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের অভিজাত একটি রেস্টুরেন্টের সম্পন্ন হয়েছে।
ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ ট্রাস্টের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ট্রাস্টিদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সম্মতি জানানো হয়। নির্বাহী কমিটির সবাই আমরা একই পরিবারের ও আমাদের পরিচয় আমরা সবাই বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের গর্বিত ট্রাস্টি বলে সকলে ঐক্য ও ট্রাস্টের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তিলায়াত করেন কোষাধ্যক্ষ আখলাকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ও আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহ সভাপতি মিসবাহ উদ্দিন, সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমন, সহ সধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সহ সধারণ সম্পাদক কবির মিয়া, ট্রেজারার আখলাকুর রহমান, সহকারী ট্রেজারার হাসানুজ্জামান নুরু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৌলত হোসাইন, কার্যকরী কমিটি সদস, মুহাম্মদ আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুস সালাম, শেখ মবশ্বির আলী, গিয়াস মিয়া।
সভায় সকল বিষয়ের সিদ্ধান্ত ঐক্যমতের মাধ্যমে গ্রহণ করা হয়। সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ গত নির্বাচনে তাদের নির্বাচিত করার জন্য ট্রাস্টিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।